শিলিগুড়ি,৩১মে,ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক: রাজ্যে ধীরে ধীরে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের সংক্রমণ। আক্রান্ত ও সন্দেহভাজন আক্রান্ত মিলিয়ে রাজ্যে সংখ্যাটা এবার ৫০ ছাড়াল!ব্ল্যাক ফাঙ্গাসের নতুন এক রোগীর খোঁজ মিলল কলকাতার এসএসকেএমে। এই নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২৪।
Mucormycosis- এ আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে এমন নতুন কেস ৪টি। এর মধ্যে ২জন এসএসকেএম-এরই রোগী ১টি কেস নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে এর। এবং অন্যটি রামপুরহাট মেডিক্যাল কলেজের। এই চারটির মধ্যে ২টি কেস কলকাতার এবং বীরভূম ও উত্তর দিনাজপুর থেকে ১টি করে। এই নিয়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ৩৩ জন। আগে সংখ্যাটা ছিল ২৯।নতুন করে এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এমন কোনও ঘটনা ঘটেনি। এ পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে মৃতের সংখ্যা ৩।
তবে আক্রান্ত বলে সন্দেহ এমন রোগীদের মধ্যে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে দু’টি। একজন বছর পঞ্চাশের পুরুষ, অন্যজন ৮৬ বছরের মহিলা। দু’টি মৃত্যুই ঘটেছে গত শনিবার ২৯ মে সন্ধ্যায়। এই নিয়ে আক্রান্ত বলে সন্দেহ এমন রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭। বর্তমানে রাজ্যের এই ব্ল্যাক ফাঙ্গাস
আক্রান্ত রোগীদের দিকেই বাড়তি নজর দিচ্ছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। কারণ করোনাকে অনেকটাই বাগে আনতে পারলেও এই ব্ল্যাক ফাঙ্গাসের রহস্য ভেদ করতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক মহলকে। বিউরো রিপোর্ট ফ্ল্যাশ মিডিয়া নিউজ।