Tuesday, December 5, 2023
Home উত্তরবঙ্গ রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে হাজারের নিচে নামল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে হাজারের নিচে নামল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৬ জুলাই,শিলিগুড়ি: জুলাইয়ের গোড়া থেকে আশার আলো দেখাচ্ছিল রাজ্যের করোনা পরিস্থিতি। নিম্নমুখী হয়েছিল সংক্রমণের গ্রাফ। সোমবার একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। দীর্ঘদিন পর এক হাজারের নিচে নামল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কমেছে মৃ্ত্যুও। সবমিলিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে বাংলা। বাংলা ফিরছে স্বাভাবিক ছন্দে।

সোমবার রাতে স্বাস্থ্যদপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, সোমবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। তাঁদের মধ্যে ১০৯ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। উত্তর ২৪ পরগনা জেলায় দৈনিক সংক্রমণ সর্বোচ্চ। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ জন। উত্তর ২৪ পরগনা ছাড়া অন্য কোনও জেলায় ১০০-এর বেশি করোনা আক্রান্তের হদিশ মেলেনি। এই পরিসংখ্যান নিসন্দেহে স্বস্তি দিচ্ছে রাজ্য স্বাস্থ্যদপ্তরকে।

সোমবার রাজ্যে ৪০ হাজার ৩৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় রাজ্যের পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ২.১৯ শতাংশ। এদিকে সোমবার আক্রান্ত হওয়া মানুষদের নিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬ হাজার ২৭৯ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১৪ লক্ষ ৭০ হাজার ৫১২ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৬৩ শতাংশ। চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫০। যা রবিবারের তুলনায়  ৮৩০ জন কম।

শুধু দৈনিক সংক্রমণ নয়, রাজ‍্যে কমেছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। তাঁদের মধ্যে ৩ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। দৈনিক মৃত্যুর নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। সোমবার কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলা থেকেও মৃত্যুর খবর মিলেছে তবে তা আগের থেকে অনেক কম।

তবে একই সময়ে রাজ্যে করোনাযুদ্ধে জয়ী হয়েছেন ১৬৯৭ জন। যা দৈনিক আক্রান্তের প্রায় দ্বিগুন। রাজ্যে করোনার শৃঙ্খল ভাঙতে কড়া বিধিনিষেধ জারি হয়েছিল। মিলেছে তারই সুফল। কিন্তু তৃতীয় ঢেউ রুখতে রাজ্যবাসীকে কোভিডবিধি মেনে চলার আবেদন জানাচ্ছে চিকিৎসকেরা।

রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বিগত ২৪ ঘন্টায় মাত্র ২০ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কিছুদিন আগেও শিলিগুড়ি শহরেই দৈনিক তিন শতাধিক মানুষ করোনা আক্রান্ত হতেন। অপরদিকে গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। কমেছে করোণায় মৃত্যুর সংখ্যা।

জলপাইগুড়ি জেলায় ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ জন। মৃত ২ জনের। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫৫ জন।মৃত্যু হয়েছে ১জনের। আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৩ জন। কোচবিহার জেলায় সুস্থ হয়েছেন ৯৬ জন। কালিংপং জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। উত্তর দিনাজপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। দক্ষিণ দিনাজপুরে ১৮ জন। মালদায় ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই ছয় জেলায় গত ২৪ ঘন্টায় কোনো মৃত্যুর খবর নেই।

অপরদিকে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় আক্রান্তের সংখ্যা ০৫ জন। ফাঁসিদেওয়ায় আক্রান্তের সংখ্যা ০১ জন। খড়িবাড়িতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ০২ জন। নকশালবাড়িতে করোনায় আক্রান্ত হয়েছে ০৪ জন।

ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ,
মাস্ক ব‍্যাবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্যানিটাইজার ব‍্যাবহার করা ভূলে যাবেন না,এই তিনটি সতর্কতা মূলক ব্যবস্থাই আপনাকে বাঁচাবে করোনা সংক্রমণেের হাত থেকে

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments