শিলিগুড়ি,১৩জুন,ফ্ল্যাশ মিডিয়া নিউজ: বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও কমল করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪২৮৬ জন, অর্থাৎ আক্রান্তের সাড়ে চার হাজারেরও কম। এই সংখ্যা শুক্রবারও ছিল ৮৩৩৬। কমেছে দৈনিক মৃত্যুর হারও। শনিবার করোনার বলি হয়েছেন বাংলার ৮১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১৪৯ জন। এই নিয়ে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.৭৩ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, কোভিডের দৈনিক সংক্রমণে এখনও সবচেয়ে এগিয়ে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬৯৩। তারপরই রয়েছে কলকাতা। একদিনে কলকাতায় সংক্রমিত হয়েছেন ৪০১ জন। আর করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে পুরুলিয়া। এখানে গত ২৪ ঘণ্টায় মাত্র ৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ঝাড়গ্রামের পরিস্থিতিও তুলনায় অনেকটাই ভাল। শনিবার পর্যন্ত রাজ্যে করোনায় সংক্রমিত ১৪ লক্ষ ৫২ হাজার ৯৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লক্ষ ২৪ হাজার ২১৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬২, ২৭৬ জনের যার মধ্যে ৬.৮৮ শতাংশ রিপোর্ট পজিটিভ।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে গত মে মাসের ৫ তারিখ থেকে রাজ্যে দফায় দফায় জারি হচ্ছে কড়া বিধিনিষেধ। বন্ধ সমস্ত গণপরিবহণ, দোকান-বাজার নির্দিষ্ট সময়ের জন্য খোলা হচ্ছে। যদিও অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড় রয়েছে। ১৫ জুন পর্যন্ত সেই বিধিনিষেধ জারি থাকবে। তারপর থেকে হয়ত শিথিল হতে পারে অনেক কিছুই। ধাপে ধাপে চালু হতে পারে গণ পরিবহণ।
ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, রাজ্য সরকার সবুজ সংকেত দিলে তারা পরিষেবা চালু করার জন্য প্রস্তুত। ১৭ তারিখ থেকে শিয়ালদহ-হাওড়া থেকে চালু হচ্ছে দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন। ফলে করোনার দাপট সামলে ফের ছন্দে ফেরার পথে রাজ্য, তা বোঝাই যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বিগত ২৪ ঘন্টায় মাত্র ৭৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কিছুদিন আগেও শিলিগুড়ি শহরেই দৈনিক দুই বা তিন শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হতেন। কমেছে সেই আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলা গুলিতেও কমেছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। জলপাইগুড়ি জেলায় ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯২ জন। জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮ ।দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন।মৃত ৩ । আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৯ জন। কোচবিহার জেলায় সুস্থ হয়েছেন ৯৩ জন। কালিংপং জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। এই তিন জেলায় গত ২৪ ঘন্টায় কোন মৃত্যুর খবর নেই। উত্তর দিনাজপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। উত্তর দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় কোন মৃত্যুর খবর নেই দক্ষিণ দিনাজপুরে ৩৮ জন। তবে দক্ষিণ দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১জনের।মালদায় ৪০ জন গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অপরদিকে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় আক্রান্তের সংখ্যা ১৯ জন। ফাঁসিদেওয়ায় আক্রান্তের সংখ্যা ৪ জন । খড়িবাড়িতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭জন। নকশালবাড়িতে করোনায় আক্রান্ত হয়েছে ১৮ জন।
ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ কোন রকম শারীরিক সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ নিন। কোনরকম উপসর্গ দেখা দিলেই,পরীক্ষা করিয়ে নিন করোনার। অবহেলা একদম নয়। সম্ভব হলে দিয়ে নিতে হবে টিকা, বাড়ির বাইরে বেরোলে অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক।আর শারীরিক দূরত্ব এবং স্যানিটাইজার বাঁচাবে সংক্রমণের হাত থেকে।