প্রসেনজিৎ রাহা,৮আগস্ট, শিলিগুড়ি: দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানা পুলিশের সাফল্য।গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তবর্তী গৌড়সিং জোতে অভিযান চালিয়ে শনিবার ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ ১লক্ষ ৩৮হাজার টাক এবং একটি মোবাইল ফোন উদ্ধার করল দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার পুলিশ।
দার্জিলিং জেলা পুলিশের রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত জানিয়েছেন এই ঘটনায় হলধর বর্মন ওরফে রাজু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হবে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় ১৫লক্ষ টাকা। সাব-ইন্সপেক্টর অনুপ বৈদ্য এবং খড়িবাড়ি থানা পুলিশের একটি দল গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে।
অভিযুক্ত বড় কোন চক্রের সাথে জড়িয়ে রয়েছে কিনা তা জানতে রবিবার হালাধন বর্মন কে শিলিগুড়ি আদালতে তুলে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন করবে খড়িবাড়ি থানার পুলিশ। ভারত নেপাল সীমান্তবর্তী এলাকায় মাদকের কারবার বন্ধ করতে বদ্ধপরিকর হচ্ছে দার্জিলিং জেলা পুলিশ। আর সেই মোতাবেক পুলিশ তার সূত্র কে মজবুত করেই এই সাফল্য পেল বলে জানিয়েছেন দার্জিলিং জেলার রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত।