ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক ৯জুলাই, জলপাইগুড়ি : জঙ্গী নেতার ভিডিও ভাইরাল এর ঘটনায় এবার ব্যাবস্থা গ্রহনে তৎপর রাজ্য পুলিশ প্রশাসন। সম্প্রতি গোপন ডেরা থেকে পাঠানো কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন এর সুপ্রিমো জীবন সিংহের ভিডিও যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিতে চলছে রাজ্য পুলিশ। জলপাইগুড়িতে একথাই সাফ জানিয়ে দিলেন আই জি উত্তরবঙ্গ দেবেন্দ্র প্রতাপ সিং।
সম্প্রতি নিষিদ্ধ জঙ্গী সংগঠন কামতাপুর লিবারাইজেশন অর্গানাইজেশন KLO এর চেয়ারম্যান তথা কমান্ডার ইন চিফ জীবন সিংহের গোপন ডেরাতে করা একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।
সেই ভিডিও বার্তায় উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চেয়ে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন জীবন সিংহ।
এমনকি ওই ভিডিওতে প্রাক্তন এবং বর্তমান সরকারের সমালোচনার পাশাপাশি বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী কে হুমকির সুরে কথাও বলে হয়েছিল। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন’র ওই ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানোর পাশাপাশি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করার চেষ্টা করে।
ঐ ভিডিও সোস্যাল মিডিয়ায় পাবার পর উত্তরবঙ্গের অনেক রাজবংশী কামতাপুরি সম্প্রদায়ের মানুষও ঐ ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ভাইরাল করার চেষ্টা করেন। বেশ কিছুদিন যাবৎ এই ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশ প্রশাসন। এবার তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিতে উদ্যোগী হয়েছে পুলিশ বলে জানান রাজ্য পুলিশের আই জি নর্থবেঙ্গল দেবেন্দ্র প্রকাশ সিং।
সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেনিংএর পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষ্যে জলপাইগুড়ি জেলা পুলিশ আয়োজিত একটি বর্নাঢ্য অনুষ্ঠানে যোগ দিতে জলপাইগুড়ি এসে এমনটাই জানিয়েছেন তিনি। এই অনুষ্ঠানে যোগ দেবার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এইকথা জানান দেবেন্দ্র প্রতাপ সিং।
ফলে সব মিলিয়ে উত্তরকে পৃথক রাজ্য করা নিয়ে যে সুর উঠেছে তাকে কড়া ভাবেই দমন করার চেষ্টা চালাচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ বাংলা ভাগ কেউ চায়না। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রতিবাদে সরব হয়েছে কেন্দ্রীয় শাসক দল বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।