ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৩০জুলাই, শিলিগুড়ি:বাগে এসেও আসছে না মারণ করোনা ভাইরাস। কখনও এক ধাক্কায় অনেকটা কমছে রাজ্যের দৈনিক সংক্রমণ। কখনও আবার বাড়ছে। তবে গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের করোনা গ্রাফ। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬৬ জন। যা বুধবার দিনের তুলনায় কম। বৃহস্পতিবার করোনার বলি হয়েছেন ১৪ জন। সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১০৬ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা জেলা, তবে সামান্য হলেও কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে ফের দার্জিলিং। একদিনে সংক্রমিত দার্জিলিং এর ৬৯ জন। বুধবার দিনের তুলনায় সামান্য হলেও নিম্নমুখী দার্জিলিং এর গ্রাফ। তৃতীয় স্থানে কলকাতা । একদিনে কলকাতার ৬৪ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৫৬ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। বৃহস্পতিবার রাজ্যে পজিটিভিটি রেট ১.৬৭ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৬,৫৩৯। বৃহস্পতিবার করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা ও জলপাইগুড়ি। একদিনে উত্তর ২৪ পরগনা ও জলপাইগুড়ির ৮ জন করোনার বলি হয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,১২৩ জন।
বৃহস্পতিবার করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮২২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪,৯৭,১১৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৯৩৬ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৫৬,৪৫,০৫৬ জনের।
করোণা সংক্রমণ রুখতে আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত রাজ্যে জারি থাকছে কড়া বিধি নিষেধ। নাইট কারফিউ তে থাকছে বাড়তি নজরদারি। মাস্ক ব্যবহার না করলে এবং কড়া বিধিনিষেধের না মানলে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে ধরপাকড় শুরু করবে পুলিশ বলেই জানিয়ে দিয়েছে নবান্ন।