জনার্দন রায়, ২সেপ্টেম্বর,ময়নাগুড়ি: বালু পাথর পাচার ও বালু পাথরের মাফিয়া রাজ এর বিরুদ্ধে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ জারির পর। বুধবারই অবৈধ বালু পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নামল জলপাইগুড়ি জেলা পুলিশের ময়নাগুড়ি থানার পুলিশ এবং ময়নাগুড়ির ভূমি রাজস্ব দপ্তর।
ময়নাগুড়ির রামশাই, পানবাড়ি, জল্পেশ এবং ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটা ট্রাক ও একটি ট্রাক্টর সহ দুজনকে আটক করল ময়নাগুড়ি থানার পুলিশ। ময়নাগুড়ির ভুক্সাডাঙ্গা গ্রামেও পুলিশের অভিযান চলে, সেখানে অভিযান চালিয়ে একটি ট্রাক ও দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ।
বুধবার দুপুরে ময়নাগুড়ির রামসাই এলাকার জলঢাকা নদীতে অভিযান চালায় ময়নাগুড়ির থানার পুলিশ। পুলিশ আসার, আভাস পেয়েই বালি বোঝাই ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় বালি কারবারিরা। পরবর্তীতে ময়নাগুড়ি থানার পুলিশ সেই এলাকা থেকেও দুটি বালু বোঝাই ট্রাক্টর আটক করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে।
ময়নাগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের নির্দেশে বেআইনিভাবে বালু পাথর পাচারের বিরুদ্ধে এই অভিযান চলবে। জনার্দন রায়ের রিপোর্ট ফ্ল্যাশ মিডিয়া নিউজ।