জনার্দন রায়, ২৪আগস্ট, ধূপগুড়ি: ৩০ টাকায় রাতারাতি কোটিপতি হলেন এক গ্রামীন ডাক্তার।লটারির শেষ ৭২ নম্বর দেখে ৩০ টাকা দিয়ে সোমবার সকালে লটারি কেটেছিলেন ডুয়ার্সের বানারহাট ব্লকের সাকোয়াঝোড়া-১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তরডাঙ্গা পাড়া এলাকার গ্রামীন ডাক্তার উমাচরন রায়। শেষে বন্ধুর ফোন পেয়ে হতম্বিত হয়ে গেলেন ঐ গ্রামীন ডাক্তার।
৩০ টাকা দিয়ে রাতারাতি কোটিপতি বনে গেলেন তিনি । ফোনে লটারিতে এক কোটি টাকার পুরস্কার জেতার খবর শোনার পর নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না উমাচরন বাবু।নাগরাকাটার,বাঙ্কুবাজারেই উমাচরন বাবুর ঔষুধের দোকান। সোমবার সকালে নাগাল্যান্ড স্টেটের আফটারনুনের লটারির টিকিটে শেষে ৭২ নম্বর দেখে তিনি ৩০ টাকা দিয়ে টিকিট কেটে ফেলেন। আর তাতেই ভাগ্যবদলে গিয়ে এখন এলাকার তিনি কোটিপতি দাদা।
তবে এত টাকা দিয়ে তিনি কি করবেন তা ভেবে কুল পাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। ভাগ্য কিভাবে আচমকা বদলে যায় সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উমাচরন বাবুর কোটিপতি বনে যাওয়ার এই গল্প। এই খবর চাউর হতেই এলাকার লোকজন এসেও কোটিপতি উমাচরণ বাবুর সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র করার পাশাপাশি সমাজসেবার কাজ করবেন তিনি বলে জানিয়েছেন।