প্রসেনজিৎ রাহা,২০আগস্ট,বালুরঘাট:গায়ে খাকি উর্দি,গলায় ঝুলছে শ্রীখোল। সামনে উড়ছে জাতীয় পতাকা। পাশে এক পুলিশকর্মীর হাতে করতাল। তিনিও বেশ তাল ঠুকছেন। আর গলা ছেড়ে উর্দিধারীরা গাইছেন, “মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।” ১৫ অগস্ট এক নেটিজেনের রেকর্ড করা এই ভিডিয়ো গত ৫দিনে এক্কেবারে ভাইরাল হয়ে গিয়েছে ফেসবুকে।
গত ৫দিন ধরে কয়েক লক্ষ মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। সকলেরই প্রশ্ন, কে এই পুলিশকর্মী। এমন পেশাদারের মতো তিনি খোল বাজাচ্ছেনও বা কী ভাবে? অবশেষে সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেল।সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পুলিশের নাম উদয় কুমার সিংহ। বাড়ি মালদা জেলায়। কিন্তু কর্মসূত্রে তিনি থাকছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।
দক্ষিণ দিনাজপুর জেলা রিজার্ভ ফোর্সের সাব ইন্সপেক্টর তিনি। গানবাজনা করার শখ তাঁর বহুদিনের। পেশায় প্রশাসনের সঙ্গে যুক্ত হলেও অবসর সময়টা হেমন্ত, মান্নার সুরে ডুব দিয়েই কাটে তার। পাশাপাশি নানা ধরনের বাদ্যযন্ত্র বাজানোও উদয় বাবুর শখ বটে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর উদয় কুমার সিংহ জানান, তিনি সব অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে গানবাজনা করেন৷
তবে উদয় বাবু বলেছেন আদালতের নির্দেশ রয়েছে, এমন যন্ত্র ব্যবহার করতে হয় যাতে বাতাস দূষণ মুক্ত হয়৷ সেই কারণে এর আগে তিনি শঙ্খ বাজাতেন। এখন নানা রকমের মৃদঙ্গ বাজান। বাতাস যাতে দূষণ মুক্ত হয়, তার জন্যই এই ছোট্ট প্রচেষ্টা। আর ভারতের স্বাধীনতা দিবস মানে দেশের অন্যতম বড় উৎসব। তাই স্বাধীনতা দিবসে খোল বাজিয়ে দেশাত্মবোধক গান করেছিলেন উদয় কুমার সিং।