শিলিগুড়ি,৩০মে, জাহিরুল হক: নিয়ন্ত্রণ হারিয়ে একটি অলটো গাড়ি ঢুকে গেল একটি বাড়িতে।।তবে বড় সর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি পরিবার। কারণ গাড়িটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সীমানার ভিতরে ঢুকলেও ঘরের ভেতরে ঢুকে যায় নি। দ্রুতগতিতে ছুটে আসা গাড়িটি ঘরের ভেতরে ঢুকে গেলেই প্রাণহানির ঘটনার সম্ভাবনা ছিল। রবিবার সাতসকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত পুটিমারি সংলগ্ন এলাকায়। এই ঘটনায় ঐ গাড়িচালক গুরুতরভাবে আহত হয়েছেন ।
অল্পের জন্য রক্ষা পেয়েছে ঘরে ঘুমিয়ে থাকা মানুষেরা। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ছুটে এসে গাড়ির ভেতর থেকে চালককে উদ্ধার করে এবং খবর দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে ঐ গাড়ির চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় এবং গাড়িটি আটক করে।