শিলিগুড়ি,১৪জুন,প্রসেনজিৎ রাহা: করোনা সংক্রমণ রুখতে রাজ্যে কড়া বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও। জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত রাজ্যে জারি থাকছে কড়া বিধিনিষেধ। তবে ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। দোকান-বাজার খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে রেস্তোরাঁ, হোটেল, শপিং মল। দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে হোটেল রেস্তোরা শপিং। রেস্তরাঁয় ৫০ শতাংশ গ্রাহকের বসার ব্যবস্থা করা যাবে। শপিং মলে ৩০ শতাংশ ক্রেতা প্রবেশ করতে পারবেন। এড়াতে হবে ভিড়।
কঠোরভাবে করোনা বিধি মেনে তবেই এসব ব্যবসা চালানো যাবে। কর্মরত প্রত্যেকের যেন টিকাকরণ হয়, সে দিকে কড়া নজর রাখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে এই নিয়ে জরুরি বৈঠকের পর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যসচিব এইচকে দ্বিবেদী এই ঘোষণা করেন। ১৫ জুন পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধ জারি ছিল। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্য সরকার পরবর্তী ধাপ ঘোষণা করল। কয়েকটি ক্ষেত্রে কঠোর বিধি শিথিল করে জুলাই ১ তারিখ পর্যন্ত জারি থাকবে ‘কার্যত লকডাউন।’
জানানো হয়েছে, সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস। এতে অবশ্যই ব্যতিক্রম সংবাদমাধ্যমের অফিস এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সব কিছু। কাজের প্রয়োজনে যাঁরা রোজ বেরচ্ছেন, তাঁদের জন্য ই-পাসের ব্যবস্থা করা হয়েছে নতুন একটি অ্যাপের মাধ্যমে। জানিয়েছেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে মর্নিং ওয়াক করার ক্ষেত্রে লাগবে ভ্যাকসিনের নথি। বাজার হাট সকাল 7 টা থেকে 10 টার পরিবর্তে এক ঘণ্টা বাড়ানো হয়েছে। কোন ধার্মিক বা সামাজিক অনুষ্ঠানে 50 জনের বেশি জনসমাগম করা যাবে না।
আপাতত ১তারিখ পর্যন্ত বন্ধ থাকবে স্পা বিউটি পার্লার জিম সুইমিংপুল। স্কুল-কলেজের ক্ষেত্রেও পুনর্বহাল থাকছে পুরনো নির্দেশ। কোনরকম গণপরিবহন চলবে না। তবে চিকিৎসার কাজে বা বিমানে যাবার ক্ষেত্রে রিক্সা, ই রিক্সা,অটো পথে নামতে পারে। পুলিশ প্রশাসনকে ঠিক আগের মতই কড়াভাবে এই কড়া বিধি-নিষেধ যাতে কার্যকর হয় তা দেখে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।