ধূপগুড়ি,১৯জুন,জনার্দন রায়: টিকি দিয়ে ট্রেন টানা আমরা দেখেছি, শিলিগুড়ি পুলিশের গাড়িচালক প্রয়াত শৈলেন রায় এই কারনামা দেখিয়ে গিনিজ বুকে নাম তুলেছিলেন। দাত দিয়ে নারকেল ছুলতেও দেখা গেছে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় এবং টিভিতে বেশ কয়েকজন প্রতিভাবান কে। আপনি কি দাঁত দিয়ে ৬০/৭০ কেজির বস্তা ওঠাতে কাওকে দেখেছেন? হ্যাঁ ঠিক সেই চিত্রই দেখা গেল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি কালির হাট এলাকায়।
ধূপগুড়ি ব্লকের কালিরহাট বাজারে এক ব্যাক্তিকে দেখা গেল দিব্যি ভুট্টা বোঝাই বস্তা দাঁত দিয়ে তুলছেন। ঘটনায় অবাক হয়ে যান অনেকেই। মূহুর্তেই ভিড় জমে যায় এলাকায়। বর্তমানে যেখানে অনেকেরই কম বয়সে দাঁতের সমস্যা দেখা যায় সেখানে দাঁত দিয়ে প্রায় ষাট সত্তর কেজি ওজনের বস্তা তোলা বিস্ময়কর ব্যাপার।জানা গেছে ওই যুবকের নাম সুজিত রায়, ধুপগুড়ি ব্লক এর পূর্ব আলতা গ্রাম এলাকার বাসিন্দা|ওই যুবকের জানায় মূলত কৃষিকাজ করে সে|মাঝে মধ্যে দিনমজুরের কাজও করে পেট চালাতে হয় তাকে |
স্থানীয় বাসিন্দা ও ওই যুবকের আত্মীয় পরিজনদের দাবী দাঁত দিয়ে 60 কেজি ওজনের বস্তা ওঠানো এক বিস্ময়কর প্রতিভা এবং তাকে একটি বিশেষ প্রতিভার স্থান দেওয়া দরকার বলে মনে করছেন স্থানীয়রা | কিন্তু গ্রামের এই ছেলে কিভাবে নাম দেবে গিনিস বুকে? দাঁতের এই জড় দেখলে হয়তো অনেক টুথপেস্ট কম্পানিজ এগিয়ে আসবে তাকে দিয়ে বিজ্ঞাপন করাতে, কিন্তু গ্রামের খবর রাখে কে।
সুজিত রায়ের এই কর্মকাণ্ড দেখতে ভিড় জমান অনেকেই। ধুপগুড়ির সুজিত রায় এবং তার পরিবার এখন আশায় হয়তো তার এই কর্মকাণ্ড সাড়া ফেলবে চারিদিকে। ইতিমধ্যেই সুজিতের এই কর্মকান্ড দেখছে অনেকেই হাজির হচ্ছেন তার বাড়িতে। এখন এটাই দেখার উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকা ধুপগুড়ির সুজিত আখেরে তার প্রতিভাকে আরো কিভাবে সমাজের মানুষের কাছে তুলে ধরতে পারে।