জনার্দন রায়, ৯আগস্ট,ময়নাগুড়ি: সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের, ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের টিকাটুলী কালীর হাট মোড়ে। রবিবার রাত সাতটা নাগাদ জাতীয় সড়কে সাইকেলে চেপে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় ঐ বালকের। তার নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অন্ধকারের মধ্যে ওই কিশোরের সাইকেলে কোন গাড়ি ধাক্কা মারাতেই এই বিপত্তি।
ঘটনার পর এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের ফলে প্রচুর যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।
স্থানীয় বাসিন্দাদের সাথে পুলিশ বেশ কিছুক্ষণ কথা বলার জাতীয় সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা।ময়নাগুড়ি পুলিশ ওই কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি কিশোরের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি পথে আলো না থাকাতেই এমন দুর্ঘটনা মাঝে মাঝে ঘটছে।