জনার্দন রায়, ২৩আগস্ট, জলপাইগুড়ি:রাতের অন্ধকারে মোবাইলের দোকানে দুরসাহসিক চুরি।দোকানেই ছরিয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত । চুরির পাশাপাশি রক্ত পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি শহরের মসজিদ পাড়া এলাকায়। রবিবার রাতে জলপাইগুড়ি দাদাভাই ক্লাব সংলগ্ন এলাকায় একটি মোবাইল দোকানে ভেনটিলিটার ভেঙে দুরসাহসিক চুরি ঘটনা ঘটে।
চুরি গেছে গুরুত্বপূর্ণ মোবাইল সামগ্রী । যার মূল্যয প্রায় 40 হাজার টাকা বলে দোকান মালিক গোপাল দাস জানিয়েছেন। দোকানের যাবতীয় জিনিস ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ,কাচের তাকের দরকারি জিনিস ও কয়েকটি গুরুত্বপূর্ণ মোবাইল সারানোর যন্ত্রপাতি চুরি গেছে। আর সেই দোকানেই দেখা গেছে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে।দোকান মালিকের অনুমান হয়তো কাঁচ ভেঙেই এই বিপত্তি ঘটে চোরের ।
রবিবার রাতেই পুরো বিষয়টি জলপাইগুড়ি কোতয়ালী থানায় জানিয়েছেন দোকান মালিক। জলপাইগুড়ি কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে সাদা পোশাকের পুলিশ।