ফ্ল্যাশ মিডিয়া নিউজ,২৮জুন,শিলিগুড়ি:পুজোর আগে আসবে না করোনার তৃতীয় ঢেউ। তবে দাপট দেখাবে নতুন বছরে। এমনটাই জানালেন আইসিএমআর-এর কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান Dr NK Arora। সরকারি প্যানেলে তিনি উল্লেখ করেছেন, ICMR-র তরফে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে এখনও হাতে সময় রয়েছে ৬ থেকে ৮ মাস। এই সময়টা নষ্ট করলে চলবে না, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে হবে।
তিনি ১২ থেকে ১৮ বছরের মধ্যে শিশু ও কিশোরদের টিকাকরণ সেরে ফেলার প্রসঙ্গ তোলেন ঐ প্যানেলে। তাঁর কথায়,”আইসিএমআর-এর একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে এখনও দেরি আছে। ততদিনে আশা করা হচ্ছে একেবারে শেষ হয়ে যাবে দ্বিতীয় ঢেউয়ের দাপট।
পরের বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে আছড়ে পড়তে পারে এই তৃতীয় ঢেউ। সেই সময়ের মধ্যে দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। ১২ থেকে ১৮ বছরের বয়সে শিশুদের টিকাকরণের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের টিকাদানের কাজ সম্পূর্ণ করতে হবে।
এছাড়াও আইসিএমআর-এর কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান Dr NK Arora বলেন, দেশে জাইডাস ক্যাডিলার টিকার পরীক্ষামূলক প্রয়োগ প্রায় শেষ। সব ঠিকঠাক থাকলে জুলাইয়ের শেষ ও আগস্টের শুরু থেকে আরও বেশি সংখ্যায় মানুষের টিকাকরণ করা সম্ভব হবে। এই টিকাকরণ ড্রাইভের আওতায় এই বার থাকবে শিশুদের একটি অংশ।
গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারও চাইছে অতি দ্রুত সম্পন্ন হোক টিকা কার্যক্রম। তবে এ বছর পুজোর পর থেকে যে করোনার তৃতীয় ঢেউ আসন্ন তা পরিষ্কার। আর সেই কারনেই সতর্ক থেকে, টিকা নিয়ে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে অপেক্ষা করা ছাড়া এখন আমাদের হাতে আর কিছুই নেই। ফলে সব মিলিয়ে একটা বিষয় বলা যেতেই পারে এবারের দুর্গা পুজোটা কাটবে নমো নমো করে ।