জনার্দন রায়,২১জুলাই,জলপাইগুড়ি: বড়সড় সাফল্য পেলো জলপাইগুড়ি বনবিভাগের মরাঘাট রেঞ্জের বন কর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে বানারহাট ব্লকের চানাডিপা এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার চোরাই শাল ও সেগুন কাঠের লগ ও চেরাই করা কাঠ উদ্ধার করল বনদপ্তর।
মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে মরাঘাট রেঞ্জের টোতাপাড়া, খট্টিমারি বিট ও বানারহাট থানার পুলিশ যৌথ ভাবে চানাঢিপা এলাকায় এক ব্যাক্তির বাড়িতে এবং বাড়ির পেছনের পাঠ ক্ষেতে অভিযান চালিয়ে ঐ অবৈধ কাঠ উদ্ধার করে। এই অভিযানের নেতৃত্ব দেন মরাঘাটের ফরেস্ট রেঞ্জার রাজকুমার পাল।
পুলিশ ও বনদপ্তর এর গাড়ির আওয়াজ পেয়ে কাঠ চোরাকারবারিরা বাড়ি ছেড়ে চম্পট দেয়। সেই কারনে বন কর্মীরা একজনকেও আটক করতে পারেনি। উদ্ধার করা কাঠ বাজেয়াপ্ত করে রেঞ্জ অফিসে নিয়ে আসেন বন কর্মীরা।
মরাঘাটের রেঞ্জার রাজকুমার পাল জানান, গোপন সূত্রে খবর পেয়ে চানাডিপা এলাকায় অভিযান চালিয়ে পাঠ ক্ষেত ও ডোবা থেকে প্রায় চল্লিশ সিএফটি শাল ও সেগুন কাঠের লগ ও চেরাই করা কাঠ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের নাম পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং এমন অভিযান চলতে থাকবে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে।