ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক ২জুলাই,শিলিগুড়ি: অত্যন্ত সামান্য হলেও ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। বুধবার এর তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। বৃহস্পতিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫০১ জন। তবে নিম্নমুখী মৃত্যু। একদিনে করোনা প্রাণ কেড়েছে ২৭ জনের। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ১৪১ জন পশ্চিম মেদিনীপুরের। অর্থাৎ উত্তর ২৪ পরগনাকে পেছনে ফেলে দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে পশ্চিম মেদিনীপুর জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে সংক্রমিত উত্তর ২৪ পরগনার ১৩৬ জন। তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে দার্জিলিং এর ১৩৫ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। বৃহস্পতিবার ও কলকাতা চতুর্থ স্থানে। কলকাতায় একদিনে সংক্রমিত ১২৭ জন।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও নিম্নমুখী। তবে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর ও উত্তরবঙ্গের দার্জিলিংয়ে যেভাবে বাড়ছে সংক্রমণ, তা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫,০১,২৮৪ জন। বৃহস্পতিবার করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ২৭ জনের। যা বুধবার এর তুলনায় অত্যন্ত সামান্য হলেও কম। বৃহস্পতিবার মৃতদের মধ্যে ৪ জন করে উত্তর ২৪ পরগনার, কলকাতা ও দার্জিলিংয়ের বাসিন্দা। জলপাইগুড়ি, নদিয়া ও পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার করোনায় বলি হয়েছেন ৩ জন করো। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৭৩৫ জন। বৃহস্পতিবার করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১,৮৮৯ জন।
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৬৩, ৩৭৯। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫৪ হাজার ৭৪১ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৪২,৭২,৯৩৩ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বিগত ২৪ ঘন্টায় মাত্র ৩২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কিছুদিন আগেও শিলিগুড়ি শহরেই দৈনিক তিন শতাধিক মানুষ করোনা আক্রান্ত হতেন। অপরদিকে গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। কমেছে করোণায় মৃত্যুর সংখ্যা।
জলপাইগুড়ি জেলায় ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৪ জন। মৃত ৩ জন। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫৩ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে ১জনের।কোচবিহার জেলায় সুস্থ হয়েছেন ৮৯ জন। কালিংপং জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। উত্তর দিনাজপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। দক্ষিণ দিনাজপুরে ২১ জন। মালদায় ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অপরদিকে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় আক্রান্তের সংখ্যা ১৩ জন। ফাঁসিদেওয়ায় বিগত ২৪ ঘন্টায় কোন করোনা আক্রান্ত রোগীর খবর মেলেনি। খড়িবাড়িতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ০৪ জন। নকশালবাড়িতে করোনায় আক্রান্ত হয়েছে ০৬ জন।
ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ,
মাস্ক ব্যাবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্যানিটাইজার ব্যাবহার করা ভূলে যাবেন না,এই তিনটি সতর্কতা মূলক ব্যবস্থাই আপনাকে বাঁচাবে করোনা সংক্রমণের হাত থেকে।