অভিষেক সিনহা,১২আগস্ট, শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার অন্তর্গত পানিঘাটা মোড়ের যানজট সমস্যা দীর্ঘদিন ধরে বাগডোগরার মানুষকে তিতিবিরক্ত করে তুলছিল। অবশেষে সেই সমস্যা নিরসন করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা ট্রাফিক গার্ড। বিভিন্ন রাজনৈতিক দল এবং বাগডোগরার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বাগডোগরার নতুন ফ্লাইওভার পার্শ্ববর্তী সাব রোড থেকে গাড়ির স্ট্যান্ডগুলি কে সরিয়ে দেওয়ার।
বিষয়টি নিয়ে বেশ কয়েকবার কংগ্রেস দল এরপর থেকে পুলিশ প্রশাসনকে স্মারকলিপিও দেওয়া হয়েছিল। অবশেষে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা ট্রাফিক গার্ড এর নতুন ওসি স্বপন রায়ের নেতৃত্বে ওই বেআইনি গাড়ির স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি পানিঘাটা মোড়ে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। দূর হয়ে গিয়েছে দীর্ঘদিনের যানজট সমস্যা। এখন দ্রুত গতিতে ছুটছে যানবাহন।
আর এই কারনেই বাগডোগরার কংগ্রেস দলের পক্ষ থেকে কর্মী-সমর্থকরা বৃহস্পতিবার সকালে মিষ্টিমুখ করালেন ট্রাফিক পুলিশ কর্মী এবং পথে চলাচল কারী মানুষদের। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় খুশি বাগডোগরা আপামর জনতা। বাগডোগরা উড়ালপুল হওয়ার পর থেকেই উড়ালপুলের পাশে সাব রোডে বেআইনিভাবে দাঁড় করানো হতো ম্যাক্সি ক্যাব, পিকআপভ্যান এবং অন্যান্য যানবাহন। অবশেষে বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীদের হস্তক্ষেপে ফাঁকা হয়ে গেল রাস্তা,