শিলিগুড়ি,২৭মে,প্রসেনজিৎ রাহা: শিলিগুড়িতে আবার মিউকরমাইকোসিসের সংক্রমণ। এবারেও প্রধাননগরের এক বাসিন্দাই সংক্রামিত হয়েছেন বলে জানা গিয়েছে। করোনার সংক্রমণ নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। সেখানেই তাঁর শরীরে মিউকরমাইকোসিস অর্থাৎ ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা দেয়। এর পর তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মিউকরমাইকোসিসের রিপোর্ট পজিটিভ আসে। এর পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা না করিয়ে পরিবারের ইচ্ছে মতোই ঐ রোগীকে কলকাতায় রেফার করা হয়েছে বলে মেডিকেলের
ইএনটি বিভাগের প্রধান ডাঃ রাধেশ্যাম মাহাত জানিয়েছেন। অপরদিকে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে আলিপুরদুযারেও এক মহিলার দেহে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ সন্দেহে পরীক্ষা করানো হয়। তিনি মারা গেলেও রিপোর্ট এখনও আসেনি।
শিলিগুড়িতে চলতি সপ্তাহেই প্রথম ব্ল্যাক ফাঙ্গাস নামক ছত্রাকের সন্ধান মেলে। প্রধাননগরের এক মহিলা করোনা থেকে সুস্থ হয়ে ওঠার দুই সপ্তাহের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হন। এর পরেই সোমবার ওই মহিলার শরীরে অপারেশন করা হয় । তিনি বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে , রাজ্যে এখনও পর্যন্ত মিউকরমাইকোসিসে ১৩ জন সংক্রামিতের হদিশ পাওয়া গিয়েছে। সন্দেহ জনক রোগীর সংখ্যা ১১ জন। অপরদিকে বতর্মানে সন্দেহজনক ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত কোচবিহারে নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন আলিপুরদুয়ারের এক মহিলা, এবং নদীয়ার ৫৮ বছর বয়সী এক ব্যক্তির বারাসাতে নার্সিংহোমে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।