জহিরুল হক,৩আগস্ট, শিলিগুড়ি: স্ত্রীর কুড়ালের আঘাতে মৃত্যু স্বামির।ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত স্ত্রী।গত 30 শে জুলাই গজলডোবা সংলগ্ন মিলন পল্লি পুলিশ ফাড়ির অন্তর্গত মান্তাদারি এলাকায় বউয়ের হাতে খুন হয় স্বামী। পুলিশ সুত্রে জানাগেছে, স্বামী-স্ত্রীর মধ্য পারিবারিক বিষয় নিয়ে গন্ডগোল বাধলে রাগের বসে স্ত্রী ফুলমনি ওরাও কুড়াল ছুড়ে মারে স্বামীকে। তাতেই গুরুতর আহত হন স্বামী সুনীল ওরাও। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন অর্থাৎ ৩১ শে জুলাই মারা যান স্বামী সুনীল ওরাও ।
ঘটনার পরপই সুনীল ওরাও এর পরিবার পক্ষ থেকে মিলন পল্লি ফাড়িতে খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে মিলন পল্লী আউটপোস্ট এর মিলন পল্লী এলাকা থেকে গ্রেফতার করে অভিযুক্ত স্ত্রী ফুলমনি ওরাওকে । মঙ্গলবার ধৃতাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।