অভিষেক সিনহা,৭আগস্ট,শিলিগুড়ি: অভিনব কায়দায় চুরির ঘটনায় হতবাক স্বর্ণ ব্যবসায়ী। শিলিগুড়ি শহর সংলগ্ন নকশালবাড়ি এলাকার একটি সোনার দোকানে এই অভিনব উপায়ে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা নকশালবাড়ি এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। চুরি করার সময় ঘটনাটি সকলের নজর এড়িয়ে গেলেও অবশেষে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা বিষয়টি।
জানা গিয়েছে, নকশালবাড়ি এলাকার একটি সোনার দোকানে শনিবার একজন মহিলা স্বর্ণালংকার কিনতে আসেন। সেই সময় ওই মহিলা দুটি নাকের অলংকার তাকে মানাচ্ছে কিনা তা দেখতে গয়না দুটি পড়ে দেখতে থাকেন।সেই সময় ওই মহিলা কোনোভাবে দোকানদারের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিয়ে তার নাকে পরা নথ দুটি হঠাৎই তার মুখের ভেতর ঢুকিয়ে নেয়।
ওই স্বর্ণ ব্যবসায়ী জানান, ওই মহিলা দোকানের ভিতরে চুরির উদ্দেশ্যেই প্রবেশ করেছিল এবং দোকানের ভিতরে আসার সঙ্গে সঙ্গেই ওই মহিলা দোকানদারের দৃষ্টি এদিক ওদিক সরাতে শুরু করে বিভিন্ন অছিলায়। কিছুক্ষণ পর, যখন এই স্বর্ণ ব্যবসায়ী নাকের নথটি খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি সিসিটিভি চেক করতে শুরু করেন, এবং সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়েই চক্ষু চড়কগাছ ওই স্বর্ণব্যবসায়ীর।
তবে যখন বিষয়টি ব্যবসায়ীর নজরে আসে ততক্ষণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। অলংকার দুটি নিয়ে ততক্ষণে রীতিমতো গা ঢাকা দিয়েছে ওই মহিলা কেপমার। তবুও হাল ছাড়েননি ওই ব্যবসায়ী। ওই মহিলাকে খুঁজতে পুরো নকশালবাড়ি এলাকা ঘুরে বেড়ান তিনি, কিন্তু মহিলাকে খুঁজে পাওয়া যায়নি।
তারপরই ওই স্বর্ণ ব্যবসায়ী নকশালবাড়ী থানায় খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে এসে পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায়। ওই মহিলার খোঁজে চলছে তল্লাশি।