প্রসেনজিৎ রাহা,২০আগস্ট,শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর আউটপোস্ট এলাকার সাহু নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক যুবক। আশিঘর আউটপোস্ট পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম অজয় দাস, তার বাড়ি ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের হাতিয়াডাঙ্গা এলাকায়।
বৃহস্পতিবার বিকেলে সাহু নদীতে স্নান করতে গিয়েছিল অজয়, তখনই নদীতে আচমকা জল বেড়ে যাওয়ায় জলে তলিয়ে যায় সে, স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুজি করেও তার খোঁজ পায়নি। এরপর ভক্তিনগর থানার এবং আশিঘর আউটপোস্ট এর পুলিশ অজয় এর খোঁজে নদীতে তল্লাশি শুরু করে কিন্তু কোন লাভ হয়নি।
শুক্রবার সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ এবং এসডিআরএফ এর কর্মীরা নদীতে নেমে তল্লাশি শুরু করে।তবে দুপুর পর্যন্ত অজয়ের খোঁজ মেলেনি। গোটা ঘটনায় হাতিয়াডাংগা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।