অভিষেক সিনহা,১৭আগস্ট,শিলিগুড়ি: লক্ষাধিক টাকার সোনা এবং রুপোর অলংকার এবং নগদ অর্থ নিয়ে চম্পট দিল চোরের দল। শিলিগুড়ি শহরের চম্পাসারি এলাকায় উৎপল নগরের একটি বাড়িতে এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে চোরের দল সোনা রূপার অলঙ্কারসহ প্রায় 40 হাজার নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে।
সোমবার রাত বারোটা থেকে একটার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। প্রচন্ড বৃষ্টি চলাকালীন দুষ্কৃতীদের এই কর্মকাণ্ড টের পায়নি বাড়িতে থাকা লোকজন। ঘটনার খবর প্রধান নগর থানার পুলিশ পাবার পর তদন্তে আসে।পুলিশের সন্দেহ পরিবারের মধ্যেই থাকতে পারে অপরাধী।
কারণ বাড়িতে সদস্যসংখ্যা প্রচুর। দুষ্কৃতীরা দরজা ভেঙেও বাড়িতে ঢোকে নি। ফলে এই চুরির নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে পরিবারের প্রত্যেক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই ঘটনার পূর্ণ তদন্ত চলছে।