শিলিগুড়ি,৩০মে,তন্ময় চক্রবর্তী: করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে চলছে লকডাউন। বন্ধ থাকছে বেশিরভাগ দোকানপাট। কেবলমাত্র জরুরী ক্ষেত্রে ছাড়া সব কিছুতেই ঝুলছে তালা। এবার ওই তালা ভেঙে চুরির ঘটনা ঘটলো শিলিগুড়ি শহরে।শিলিগুড়ির রবীন্দ্রনগর মেইন রোডে একটি মোবাইলের দোকানের শাটারের তালা ভেঙ্গে চুরি গেল মোবাইল এবং বেশ কয়েকটি টিভি সহ নগদ প্রায় বারো হাজার টাকা। সব মিলিয়ে খোয়া যাওয়া জিনিসের মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দোকানের শাটার খোলা দেখে দোকানের মালিক কে ফোন করেন। খবর পেয়ে ছুটে আসে দোকানের মালিক। দোকানের পরিস্থিতি দেখে মাথায় হাত পড়ে তার। তারপর তিনি খবর দেন শিলিগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্তে ঘটনাস্থলে আসেন ডিসিপি জয় টুডু। দোকানের মালিকের নাম স্বপন বসাক। এমনিতেই ব্যবসা নেই, দোকানপাট বন্ধ থাকছে তার ওপর বড় ক্ষতি হয়ে গেল।