ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,১৭জুলাই, শিলিগুড়ি: রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি প্রতিদিনই একটু একটু করে হচ্ছে। কমছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৮২ জন। যা বৃহস্পতিবার এর তুলনায় সামান্য হলেও কম। কমেছে মৃত্যুও। একদিনে রাজ্যে করোনার বলি ১০ জন। সুস্থতার হার ৯৭.৯৩ শতাংশ।
পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেদিকে নজর রয়েছে রাজ্যের। জনগনের মধ্যে মাস্ক পড়া বাধ্যতামূলক করতে হবে। কোনও শৈথিল্য বরদাস্ত করবে না প্রশাসন , শুক্রবার স্বাস্থ্য ভবনের বৈঠকে এই বার্তা দিয়েছেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৮৯ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনার জেলা।আগের দিনের তুলনায় সামান্য কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।দীর্ঘদিন পর ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জলপাইগুড়ি। একদিনে সংক্রমিত জলপাইগুড়ির ৭৯ জন। তৃতীয় স্থানে ফের কলকাতা। একদিনে কলকাতার ৭৭ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। দার্জিলিং চতুর্থ স্থানে। দার্জিলিং এ একদিনে সংক্রমিত ৬৫ জন। অর্থাৎ খানিকটা কমেছে সংক্রমণ।
বাকি সব জেলা থেকেই কমবেশি নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,১৬,৪৮১। শুক্রবার করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১০ জনের। অর্থাৎ বৃহস্পতিবার দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও কমেছে মৃত্যু। শুক্রবার মৃতদের মধ্যে ৩ জন হুগলির। দৈনিক মৃতের নিরিখে প্রথমে হুগলি জেলা। শুক্রবার কলকাতা, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় ২ জন করে করোনার বলি হয়েছেন।
এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ১৭, ৯৮০ জনের। শুক্রবার করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১,০২৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৮৫,০১৭।গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ০৯২ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৫০,২৯,৮৪৬ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বিগত ২৪ ঘন্টায় মাত্র ৩০ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কিছুদিন আগেও শিলিগুড়ি শহরেই দৈনিক শতাধিক মানুষ করোনা আক্রান্ত হতেন। অপরদিকে গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। উত্তরবঙ্গের কোনো জেলাতেই করোনায় মৃত্যুর ঘটনা ঘটেনি।
জলপাইগুড়ি জেলায় ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯১ জন। আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১ জন। কোচবিহার জেলায় সুস্থ হয়েছেন ৫৭ জন। কালিংপং জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭জন। উত্তর দিনাজপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। দক্ষিণ দিনাজপুরে ১১ জন ও মালদায় ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অপরদিকে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় আক্রান্তের সংখ্যা ১৩ জন। ফাঁসিদেওয়াতে ৬ জন এবং খড়িবাড়িতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ১জন। নকশালবাড়িতে করোনায় আক্রান্ত হয়েছে ১ জন।
ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, মাস্ক ব্যাবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্যানিটাইজার ব্যাবহার করা ভূলে যাবেন না,এই তিনটি সতর্কতা মূলক ব্যবস্থাই আপনাকে বাঁচাবে করোনা সংক্রমণের হাত থেকে।