পরিমল রায়,১৩আগস্ট,শিলিগুড়ি: ২০২১এর ১৫ইআগস্ট, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস৷ পরাধিনতার বেড়া ভেঙে ভারতের স্বাধীন হবার ৭৪বছর কেটে গেল৷ ১৫ ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনটি ভারতবর্ষের প্রতিটি নাগরিক আনন্দের সঙ্গেই নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে থাকে ৷ভারত মায়ের বীর সন্তান স্বাধীনতা সংগ্রামীদের ভক্তি শ্রদ্ধার সঙ্গে স্বরণ করে ১৫ ই আগস্ট উদযাপন করা হয় বিভিন্ন ক্লাব, সভা-সমিতি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অফিসে ৷
দেশে বিগত প্রায় দুই বছর ধরে চলছে করোনা অতিমারী৷এখনো স্বাভাবিক নয় করোনা পরিস্থিতি৷ দেশে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট, করোণা কেড়ে নিয়েছে লাখো মানুষের প্রাণ ৷ রাজ্যে করোনা সংক্রমন ঠেকাতে চলছে সরকারি কড়া বিধি নিষেধ৷ করোনা আবহে বন্ধ হয়ে রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ বন্ধ রয়েছে বেশকিছু বেসরকারি অফিসও। কাজ চলছে ঘর থেকে।
তাই স্বাধীনতা দিবস উদযাপনের জন্য যে সমস্ত সামগ্রী ব্যবসায়ীরা প্রতিবছরই বিক্রি করেন সেই বাজারে দেখা নেই ক্রেতাদের৷ ব্যবসায়ীরা জানিয়েছেন স্বাধীনতা দিবসে কচিকাচাদের বিভিন্ন রকম সামগ্রী কেনার ভিড় প্রতিবছরই থাকে৷ বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানেই সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।
কিন্তু করোনার কোপে বন্ধ স্কুল কলেজ। আর এই কারণেই গত বছরের মতো এই বছরেও বিক্রি নেই জাতীয় পতাকাসহ ১৫ ই আগস্ট এর জন্য ব্যাবহৃত হওয়া নানান সামগ্রির।এবার যেহেতু ৭৫তম স্বাধীনতা দিবস, তাই বাজার ভালো হওয়ারই কথা ছিল৷ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার জন্য কচিকাচাদের মধ্য স্বাধীনতা দিবসের জন্য কোনো জিনিস কেনার আর আগ্রহ নেই এবারও।
স্বাধীনতা দিবসের দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করার ক্ষেত্রে প্রয়োজন হতো এই সমস্ত রং-বেরংয়ের নানান সরঞ্জামের। কিন্তু আজ সবদিকই ফিঁকে। ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনা আবহে শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন মার্কেটে পর্যটকরাও আসতে পারছেন না৷ তার ফলে স্থানীয় ক্রেতা দের নিয়েই ব্যবসা হচ্ছে কোনো রকমে৷
তবে দুই হাজার কুড়ি সালের স্বাধীনতা দিবসের থেকে 2021 এর স্বাধীনতা দিবস এর ব্যবসা একটু হলেও ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রত্যেকে একটা আশাতেই রয়েছেন অতি দ্রুত এই মহামারী বিদায় নিক আমাদের ভারত বর্ষ থেকে।