ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,২৩জুলাই, শিলিগুড়ি: ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা। খুলেছে অফিস-কাছারি। চলছে বাস-অটো। নিম্নমুখী সংক্রমণও। তবে গত ২৪ ঘণ্টায় বাংলায় ফের সামান্য বাড়ল মৃত্যু। বৃহস্পতিবার করোনা প্রাণ কেড়েছে ১৩ জনের।বুধবার দিন মৃতের সংখ্যা ছিল ৬। বৃহস্পতিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯৩ জন। সুস্থতার হার ৯৮.০১ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৯২ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা জেলা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে দার্জিলিং। একদিনে সংক্রমিত দার্জিলিং এর ৮১ জন। অর্থাৎ বুধবার এর তুলনায় সামান্য বেড়েছে সংক্রমণ। তৃতীয় স্থানে ফের কলকাতা। একদিনে কলকাতার ৫৭ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। পূর্ব মেদিনীপুর চতুর্থ স্থানে। পূর্ব মেদিনীপুরে একদিনে সংক্রমিত ৫১ জন।
অর্থাৎ খানিকটা কমেছে সংক্রমণ। যা নিঃসন্দেহে পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দাদের জন্য সুখবর। একদিনে বাকি সব জেলা থেকেই কমবেশি নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২১,২৬১।একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৩ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ফের কলকাতা। একদিনে করোনার বলি কলকাতার ৪ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। জলপাইগুড়িতে মৃত্যু হয়েছে একজনের। নদিয়ায় মৃত্যু হয়েছে একজনের। পূর্ব মেদিনীপুরের মৃত্যু হয়েছে একজনের। হুগলিতে দুই জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ 24 পরগনা তে একজনের।
একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৯৬৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪,৯১,০১৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৮০৯ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৫৩,২৭,৫১৮ জনের। সবমিলিয়ে অনেকটাই কমেছে রাজ্যে সংক্রমণের সংখ্যা। আর উত্তরবঙ্গের জেলায় জেলায় কমেছে মৃত্যুর সংখ্যাও।