পরিমল রায়,১৭আগস্ট, শিলিগুড়ি: বাগডোগরা বিমানবন্দরে প্রবেশের পথে ৩৫ জন নারায়ণী সেনাকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর বাগডোগরা থানার পুলিশ। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বিমানে দিল্লি থেকে বাগডোগরায় ফেরেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ঢোকার পরিকল্পনা ছিল নারায়ণী সেনাদের।
তাঁদের আটকাতে মাটিগাড়া ও বাগডোগরা থানার তরফে মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে ঢোকার বিভিন্ন রাস্তায় নাকা চেকিং চালানো হয়। এছাড়া শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং দার্জিলিং জেলা পুলিশের তরফে ফাঁসিদেওয়া, ঘোষপুকুর ফুলবাড়ী এলাকাতেও নাকা চেকিং চলে। বিমানবন্দরে প্রবেশের পথে ৩৫ জন নারায়ণী সেনাকে গ্রেপ্তার করে বাগডোগরা থানার পুলিশ। তাঁদের সঙ্গে থাকা ৪টি গাড়িও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।