রাকেশ রায়়,২৪জুলাই,উত্তর দিনাজপুর: দেখা যাচ্ছে দেহ, কিন্তু উধাও মাথা। অবাক কান্ড। মাটির তলায় মাথা? তাহলে অক্সিজেন জুটছে কিভাবে? হ্যাঁ, মাঝেমধ্যেই এমন কাণ্ডই ঘটাচ্ছেন রতন চৌধুরী।উত্তর দিনাজপুর জেলা শাসকের অফিসে গেলেই দেখা যায় এমন এক ব্যক্তি কে। যিনি দুই তিন ঘন্টা মাথা মাটির নিচে ঢুকিয়ে রাখতে পারেন ।এটা নাকি তার অভ্যাস। কিন্তু তিনি কিভাবে করেন এই কেরামতি, তা দেখেই অবাক সবাই।
পরিবারে বাবা-মা-ভাই-বোন অনেকদিন আগেই তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন তিনি একা। আর সেই কারনে এখন তিনি প্রতিদিন উত্তর দিনাজপুরে বিভিন্ন জায়গায় গর্ত করে মাটির নিচে মাথা ঢুকিয়ে লোককে অবাক করে সময় কাটান। পথে চলাচলকারী আমজনতা তার এই কান্ড কারখানা দেখে অবাক হয়ে যান। আর খুশি হয়ে যে টাকা দেন সেটাই এখন তার রোজগার। অনেকে আবার খুশি হয়ে খেতেও দেন। এই করেই বেচে আছেন তিনি।এমন ব্যক্তিকে দেখতে গিয়ে আছড়ে পড়া ভিড় ও দেখা যায় উত্তরদিনাজপুরের কর্ণজোড়ায় অবস্থিত ডিএম অফিসের সামনে।
তিনি বলেন আমি এইভাবে লোককে খেলা দেখিয়ে আনন্দ পাই। দেশে করোনা পরিস্থিতির মধ্যে অনেকেই অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন। আর ইনি ঘন্টার পর ঘন্টা মাটির নিচে মাথা ঢুকিয়ে রেখে ও অক্সিজেন অভাবের কথা কোনদিন ভাবেননি। তিনি মনে করেন অক্সিজেন মাটির নিচেও যথেষ্ট আছে?তার নাকি মাটির নিচে মাথা ঢুকিয়ে থাকতে কোনদিন অসুবিধা হয়নি এবং এখনো হয় না। এই ভাবেই খেলা দেখিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চান
রতন চৌধুরী।