ফ্ল্যাশ মিডিয়া নিউজ, ২রা জুলাই,শিলিগুড়ি: সকাল থেকেই প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গেই ভারী বৃষ্টিপাত চলবে। আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফের।
অন্যদিকে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে।উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও একাধিক জেলাতে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার এবং শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী ৪ জুলাই থেকে বৃষ্টি বাড়বে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শিলিগুড়িতে ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোচবিহারে ১৫.৯ মিলিমিটার। দার্জিলিঙে ২০.৮ মিলিমিটার। মঙ্গলবার থেকে চলছে উত্তরে লাগাতার বৃষ্টি।জলপাইগুড়ি জেলা ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় জল ঢুকে যাওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা এবং ব্রিজ।
টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়েছে শিলিগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ড। পার্বত্য এলাকাতেও ছোটখাটো ধসের ঘটনা ঘটেছে এই বৃষ্টিপাতের ফলে। মঙ্গলবার থেকে চলাটা না এই বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়েছে জনজীবন। এই সপ্তাহে ঝড়-বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।