Friday, December 1, 2023
Home উত্তরবঙ্গ এবার দূর্গাপূজোতেও থাকছে নানান বিধিনিষেধ

এবার দূর্গাপূজোতেও থাকছে নানান বিধিনিষেধ

ফ্ল‍্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৫আগস্ট, কলকাতা: চলতি মাসের শেষে রয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি। এই শঙ্কার মধ্যেই শুরু হচ্ছে উৎসবের মরসুমও। এমন আবহে রাজ্যগুলিকে চিঠি দিয়ে সাবধান করল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ, উৎসবকে মাথায় রেখে স্থানীয়স্তরে বিধিনিষেধ বলবৎ করে গণসমাবেশ রোখা হোক। আগামী   ১৯শে অগাস্ট মহরম। তার পর জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পুজো এবং অক্টোবরে দুর্গাপুজো।

গোটা দেশজুড়ে দীপাবলি পর্যন্ত চলবে উৎসব। উৎসবের মরসুমে স্বাধীনভাবে মানুষ মেলামেশা করলে কোভিড বিপদ বাড়বে বই কমবে না! সে কথা মাথায় রেখেই সমস্ত রাজ্যকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ।

ওই চিঠিতে বলা হয়েছে,’উৎসবে জনসমাগম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। কোভিড নিয়ন্ত্রণে পরীক্ষা,চিহ্নিতকরণ, চিকিৎসা, টিকাকরণ ও কোভিড-বিধি নিষেধ – এই ৫ কৌশল কঠোরভাবে মেনে চলতেই হবে। তাতে কোনওরকম শিথিলতা আনলে এ পর্যন্ত কোভিড অতিমারি নিয়ন্ত্রণে দেশ যতখানি এগিয়েছে, তা অনেকখানিই হারিয়ে ফেলবে।’

দ্বিতীয় ঢেউ এখনও চলে যায়নি বলে বারবার সতর্ক করে চলেছে কেন্দ্র। ডেল্টা শ্রেণির ভাইরাস শিরঃপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল পর্যন্ত ৮টি রাজ্যে ‘আর ফ্যাক্টর’ ১-র উপরে। এতে স্পষ্ট হয়ে গিয়েছে ভাইরাস এখনও কতটা সংক্রামক।পশ্চিমবঙ্গে ‘আর ফ্যাক্টর’ এখন ১। দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাজ‍্যে।

গতবার হাইকোর্টের নির্দেশে নিয়ন্ত্রিতভাবে পুজোর আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। এবারও ১৪ দফা কোভিড বিধি তৈরি করেছে ক্লাবগুলির ফোরাম। তবে পুজো কীভাবে হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। বিষয়টির দিকে নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments