শিলিগুড়ি,৪জুন,ফ্ল্যাশ মিডিয়া নিউজ: তৃণমূলে যোগদান এর ইচ্ছা প্রকাশ করলেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ তথা নন্দীগ্রাম মাস্টারমাইন্ড লক্ষ্মণ চন্দ্র শেঠ।সিপিএম দল থেকে বিতাড়িত হওয়ার পর প্রথমে তিনি নিজে একটি রাজনৈতিক দলের সূচনা করেন। তারপর বিজেপিতে যোগদান করলেন।
2019 সালে কংগ্রেসে যোগদান করে তমলুক লোকসভায় কংগ্রেসের প্রার্থীও হন লক্ষ্মণ চন্দ্র শেঠ। লক্ষ্মণ বাবু বলেন , মমতা ব্যানার্জীর উন্নয়নের নানান কর্মকাণ্ডে শামিল হওয়ার জন্যই সার্বিক উন্নয়নের স্বার্থে উনি তৃণমূল কংগ্রেস এ যোগদান করতে চান। সেই সঙ্গে তিনি আরো বলেন মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যার কাছে বিজেপির উচ্চ স্তরের নেতারাও হার স্বীকার করতে বাধ্য হয়েছে।
তিনি আরো বলেন বিজেপিও কংগ্রেস দল টার মধ্যে কোনো গণতন্ত্র নেই। তাই তিনি এই দুটি দলই প্রত্যাখ্যান করেছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান। কিন্তু বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের কোন প্রতিক্রিয়া মেলেনি।