ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,২৮জুলাই, শিলিগুড়ি: সিকিমের পর এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা হওয়া রোগীর দেহে মিলল ডেল্টা ভ্যারিয়েন্ট। এর পাশাপাশি ইউকে ভ্যারিয়েন্টেরও হদিশ মিলেছে।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে মে মাসে পাঠানো নমুনা পরীক্ষা করে ডেল্টায় ১২ জন এবং ইউকে ভ্যারিয়েন্টে দুজনের সংক্রামিত হওয়ার খবর মিলেছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের রোগীরা আছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সূত্রের খবর, কল্যানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োমেডিকেল জেনমিস থেকে এই রিপোর্ট এসেছে।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশে গত মে মাসে তিন দফায় মোট ৪৫ জনের নমুনা পাঠানো হয়। তার মধ্যে তৃতীয় দফায় পাঠানো ১৫ জনের নমুনার মধ্যেই ১৪ জনের ক্ষেত্রে ডেল্টা ও ইউকে ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। তবে দুটি ভ্যারিয়েন্টেই সংক্রামিতরা সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই ঘটনায় চিন্তিত স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি শিলিগুড়ি শহরবাসী।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালের সুপার জয়ন্ত মল্লিক বলেন গাইড লাইন অনুযায়ী ভ্যাক্সিন নেওয়ার পরও যারা করোনায় আক্রান্ত হয়েছে বা মিউকরমাইসিস এ আক্রান্ত হয়েছে সেরকম পনেরো জনের নমুনা পাঠানো হয় পরিক্ষার জন্য। সেই রিপোর্ট অনুযায়ী ডেল্টা ভ্যারিয়েন্ট ও ইউকে ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন।আক্রান্তরা প্রত্যেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দা।