শিলিগুড়ি,১৮মে, ফ্ল্যাশ মিডিয়া নিউজ:ধেয়ে আসছে আমফানের মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়! চলতি সপ্তাহতেই তা আছড়ে পড়তে পারে সুন্দরবনে। হাওয়া অফিস থেকে জানান হয়েছে ২৩ থেকে ২৫ শে মে-র মধ্যে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায়। এই সুপার সাইক্লোনের নামকরণ করা হয়েছে “যশ”। শক্তি সঞ্চয় করে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আমফানের মতো আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে সুন্দরবনের দিকে। তারপর অভিমুখ পরিবর্তন করে বাংলাদেশের দিকেও যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদদের আশঙ্কা গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে দেশজুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনা বেড়েছে। একদিকে দেশের পশ্চিমে ঘূর্ণিঝড় Tauktae-র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। পূর্বে বাড়ছে তাপমাত্রা। ভারতে’Tauktae’-র পর এটি দ্বিতীয় বৃহত্তম ঘূর্ণিঝড় ২০২১ সালে। রাতভর মহারাষ্ট্র ও গুজরাটে তাণ্ডবলীলা চালালো ঘূর্ণিঝড় ‘Tauktae’। লন্ডভন্ড মুম্বই সহ উপকূলের এলাকাগুলি। মুম্বইয়ে অতি ভারী বৃষ্টিও হয়। ঘণ্টায় ১১৪ কিমি বেগে বয়ে যায় এই ঝড়। সোমবার রাতে গুজরাটের সৌরাষ্ট্র উপকূলে ঘণ্টায় ১৮৫ কিমি বেগে আছড়ে পড়ে Tauktae’।
ওমান এই যশ ঝড়ের নামকরণ করেছে। যশের গতিবেগ কত থাকতে পারে, সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এর আকার খুবই ভয়ঙ্কর হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।