শিলিগুড়ি,২২জুন,প্রসেনজিৎ রাহা: দীঘার সৈকতে পড়ে রয়েছে সারি সারি মাছের মতো কোনও জীব। এই নিয়েই চাঞ্চল্য ছড়াল মৎসজীবী ও এলাকার মানুষের মধ্যে।মাছের মতো দেখতে কয়েক হাজার ওইসব প্রাণীকে দেখে মৎসজীবীদের মধ্যে অনেকেই বলেন, এইগুলি মাছ নয়। এমন মাছ তারা কোনও দিন দেখেননি। মাছের মত দেখতে ওই প্রাণীগুলোকে দেখে অবাক স্থানীয়রাও। কেউ বলছে এইগুলি মাছ নয়, সামুদ্রিক ব্যাঙ। আসলে ওইসব প্রাণীগুলি কী তা জানাতে খবর দেওয়া হয় মৎস বিশেষজ্ঞদের।
স্থানীয়দের দাবি, মৎসজীবীদের জালে ধরা পড়ে ওইসব প্রাণী। অনুমান করা হচ্ছে জালে ধরা পড়ার পর প্রাণীগুলিকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এখন জলে ওই প্রাণীগুলি ভেসে এসে হাজির হয়েছে দীঘার সৈকতে। মৃত এইসব প্রাণী পচে গিয়ে দূষণ ছড়াতে পারে এমনটাই মনে করছেন স্থানীয়রা। তাই কে বা কারা এদের মেরেছে তা যেমন জানার চেষ্টা করছে প্রশাসন ঠিক তেমনই এইসব প্রাণীগুলিকে দ্রুত মাটির নিচের পুঁতে ফেলা উচিত বলেই মনে করছেন স্থানীয় হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে দোকানিরা।
তবে এখনো পর্যন্ত মৎস্য বিভাগ এর তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে এই প্রাণীগুলো আসলে কি তা জানা যায়নি। গোটা ঘটনাটি নিয়ে মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ এলাকাবাসীদের মধ্যে রয়েছে উৎকণ্ঠা।