অমর প্রধান, ১১সেপ্টেম্বর, শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার কাছে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল মাদক পাচার চলছে, তবে সাংকেতিক শব্দ ব্যবহার করে। যাতে করে সাধারন মানুষ তো দূর অস্ত, পুলিশ প্রশাসনও টের না পায় সেই কারণেই, মাদক কারবারিরা বর্তমানে সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক শব্দ ব্যবহার করেই মাদক পাচারের কারবার চালাচ্ছে।
কিন্তু কথাতেই আছে চোরের দশ দিন,পুলিশের একদিন, ঠিক তেমনই শুক্রবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে মিলে গেল সাফল্য। সাংকেতিক শব্দ এবং অক্ষর ব্যবহার করে চলছিল কাফ সিরাপ, ইঞ্জেকশন এবং নেশার ওষুধ বিক্রির চেষ্টা,ঠিক সেই সময়ই হানা দিল পুলিশ, বমাল গ্রেপ্তার তিন দুষ্কৃতী।
ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের নাম অভিষেক গুপ্তা, গৌরব বিশ্বাস ও মানব কাঞ্জিলাল। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে দুইশো টি নেশার ওষুধ, নটি ইঞ্জেকশন এবং দশ বোতল কাফ সিরাপ। অভিযুক্তরা ভক্তিনগর থানার হায়দার পাড়ায় জড়ো হয়েছিল এই নেশার ওষুধ এবং ইনজেকশন বিক্রির উদ্দেশ্যে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ।
তবে আদালতের কাছে তাদেরকে পুনরায় রিমান্ডে নেওয়ার অনুরোধ জানিয়েছে ভক্তিনগর থানা।পুলিশের সন্দেহ এই চক্রে আরো অনেকেই জড়িয়ে রয়েছে, সেই কারণেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকিদের কাছে পৌঁছতে চাইছে ভক্তিনগর থানার পুলিশ।