শিলিগুড়ি,২৮মে,তন্ময় চক্রবর্তী: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গাঁজা সহ ৩ জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার খালপাড়া টি ও পির পুলিশ। ধৃতদের নাম খাইরুলনিশা বিবি, পায়েল খাতুন ও মহম্মদ জাহাঙ্গির। ধৃতদের কাছ থেকে ২৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। শিলিগুড়ি থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালাপট্টির মহম্মদ তামান্নার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানেই গাঁজা সহ ঐ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তামান্নার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে। খাইরুলনিশা ও পায়েল তামান্নার স্ত্রী ও কন্যা বলে পুলিশ সূত্রের খবর। ব্রাউন সুগার পাচারের অভিযোগে পুলিশ এর আগেও খাইরুলনিশাকে গ্রেপ্তার করেছিল। কোথা থেকে তামান্না সহ তার পরিবারের লোকজনের কাছে এত পরিমাণে মাদক আসে সেই ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ। শুক্রবার অভিযুক্তদের শিলিগুড়ি আদালতে তোলা।