অভিষেক সিনহা, ২সেপ্টেম্বর,শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর অভিযানে উদ্ধার প্রচুর বেআইনি মদ। বুধবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর দুঁদে অফিসারেরা ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট ঘোগোমালি এলাকায় অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ মদ উদ্ধার করে।
এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। অভিযুক্তদের নাম নিতাই সাহা পার্থ সাহা এবং সুবল দাস। ডিটেকটিভ ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত নিতাই সাহার বাড়ি হাকিম পাড়া এলাকায়,সুবল দাসের বাড়ি বাঘাযতীন কলোনিতে এবং মদ বোঝাই গাড়ির চালক পার্থর বাড়ি ঘুঘুমারি সংলগ্ন এলাকায়। বুধবার রাতে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর কাছে খবর আসে একটি পিকআপ ভ্যানে করে প্রচুর মাত্রায় নকল মদ ফুলবাড়ী শিলিগুড়ির দিকে আসছে। সেই খবরের ভিত্তিতে ডিটেকটিভ ডিপার্টমেন্ট অভিযান চালিয়ে এই সাফল্য পেল। অভিযুক্তদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।