শিলিগুড়ি,৭জুন,জহিরুল হক: চুরির বাইক সহ তিন দুষ্কৃতী কে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন আদালতে। শনিবার কোচবিহার থেকে চুরির বাইক নিয়ে শিলিগুড়িতে এসে বিক্রির আগেই পুলিশের জালে তিন দুষ্কৃতি।গোপন সুত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার ভবেশ মোড় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আছে কোচবিহার থেকে একটি নাম্বার বিহীন বাইক বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ি আসছে তিন দুষ্কৃতী।সেই মতো পুলিশের একটি দল ঘাঁটি গাড়ে শিলিগুড়ির ভবেশ মোড় এলাকায়।অন্যদিকে আমবাড়ি হয়ে তিন যুবক যখন বাইকটি নিয়ে ভবেশমোড় পৌছায় তখন তাদের বাইক সহ গ্রেপ্তার করে পুলিশ।ধৃতরা হলেন দিনহাটা ভ্যাটাগুড়ির রতন রায়,শিলিগুড়ির জলেশ্বরি বাজার সংলগ্ন ঠাকুরবাড়ির রাহুল রায় ও ভারত নগরের শুভংকর সরকার।
পুলিশ সূত্রে জানা গেছে এরা তিনজনই মাদকাশক্ত।নেশার যোগান করতেই চুরির কর্মকান্ড করে থাকে এরা। পুলিশ সুত্রে আরোও জানাগেছে গেছে দির্ঘদিন ধরেই শিলিগুড়ি ও কোচবিহারের একটি বাইক চুরির গ্যাং এই ধরনের বাইক চুরি সঙ্গে যুক্ত।তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন জানায় আদালতের কাছে।সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।