শিলিগুড়ি,১৬মে,প্রসেনজিৎ রাহা: মানুষ হাসপাতাল নার্সিং হোমে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, প্রাইভেট নার্সিং হোম গুলিতে চলছে লুট, টিকার অভাব, অক্সিজেনের অভাব, রাজ্যে চলছে অরাজগতা, একই পরিস্থিতি শহর শিলিগুড়ির। শহরের বেশিরভাগ নার্সিংহোম সাধারণ মানুষদের লুট করছে। সরকার পুরোপুরি ব্যর্থ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে।
এই সমস্ত অভিযোগ এনে শিলিগুড়ির হাসমিচকে রবিবার সকালে অবস্থান-বিক্ষোভে বসেন শিলিগুড়ি, মাটিগাড়া নকশালবাড়ি এবং ডাব গ্রাম ফুলবাড়ীর বিজেপির তিন বিধায়ক। বিজেপির তিন বিধায়ক শঙ্কর ঘোষ,আনন্দময় বর্মন এবং শিখা চ্যাটার্জির অভিযোগ রাজ্য সরকার লকডাউন করে দায় এড়াচ্ছে। শিলিগুড়ি শহরের প্রানকেন্দ্র হাসমিচকে অবস্থানে বসে বিজেপির তিন বিধায়ক রাজ্য সরকারের চরম ব্যর্থতার বিষয়গুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শুরু করেন।
তাদের অভিযোগ শিলিগুড়ি শহরে যেভাবে একের পর এক মৃত্যু ঘটছে তা নিয়ে কারুর কোন হেলদোল নেই।প্রশাসন চুপ। এছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতাল গুলো যেভাবে সাধারণ মানুষের থেকে চিকিৎসার নামে টাকা লুটে নিচ্ছে তা নিয়েও সকলেই নিশ্চুপ বলেও অভিযোগ করেন বিজেপির ৩ বিধায়ক।
সকাল নটা থেকে এই অবস্থান শুরু করতেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ তাদের বার বার অবস্থান তুলে নিতে বলে। তবুও তারা অবস্থান চালিয়ে যেতে থাকেন। লকডাউন উপেক্ষা করে জমায়েত করার অভিযোগে অবশেষে তাদের আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। তিন বিধায়ক বলেন এভাবে মানুষের কন্ঠ রোধ করা যাবে না।