জহিরুল হক,২৩আগস্ট, শিলিগুড়ি: শিলিগুড়ির ফুলবাড়ীতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক, নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ী গাজলডোবা কেনেল রোডে আজ সকাল ১১ টা নাগাদ তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এই দুর্ঘটনার ফলে এক শিশু গুরুতর আহত হয়। আশঙ্কা জনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় লোকজন এবং ওই শিশুর পরিবারের আত্মীয়-স্বজন ফুলবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই দুর্ঘটনার কারণে অবরুদ্ধ হয়ে যায় পথ। তিনটি গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা সামান্য আহত হয়েছেন। তবে কারো আঘাত গুরুতর নয়।
নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি তিনটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।একই স্থানে পরপর দুর্ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায় বাড়ানো হোক ট্রাফিক পুলিশের নজরদারি।