শিলিগুড়ি, ১৬জুন,অভিষেক সিনহা: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযান, প্রচুর পরিমাণে নেশার ইনজেকশন সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার এই অভিযান চালিয়েছিল প্রধান নগর থানার পুলিশ। খবর পাওয়া মাত্রই রাজিব নগর এলাকায় অভিযান চালিয়ে তিন দুষ্কৃতিকে আটক করে পুলিশ।এরপর তাদের হেফাজত থেকে ১১৭ টি নেশার ইনজেকশন উদ্ধার করে পুলিশ।
অভিযুক্তদের মধ্যে ধৃত ভরত দাস রাজীব নগরের বাসিন্দা, উজ্জ্বল তামাং জোড়বাংলার বাসিন্দা এবং দীপেশ ছেত্রী কালিম্পং এর বাসিন্দা। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা এই নেশার সামগ্রী বিক্রি করছিল। অভিযুক্ত তিন দুষ্কৃতীকে ড্রাগস এবং কসমেটিক আইনে গ্রেফতার করে শিলিগুড়ি আদালতে তোলা হয়।