প্রসেনজিৎ রাহা, ৩০ আগস্ট, শিলিগুড়ি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ভক্তিনগর থানার পুলিশের অভিযানে গ্রেফতার এক দুষ্কৃতী, উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ। শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন, রবিবার বিকেলে ভক্তিনগর থানা পুলিশের একটি দল গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি পুর নিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ভূপেন্দ্র নগরে অভিযান চালায়।
পুলিশের কাছে খবর আসে ভূপেন্দ্র নগরে বিহার নম্বরের একটি মোটরসাইকেলে নিতেশ শাহ নামে এক দুষ্কৃতী তিনটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে। খবর পাওয়া মাত্রই অভিযান চালাতেই মিলে গেল সাফল্য। নিতেশ শাহকে আটক করে তার গাড়ীর টুলবক্স তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে তিনটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ।
অভিযুক্ত এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কি কারনে এবং কাকে বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়িতে এনেছিল তা জানতে তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।অভিযুক্তকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে, পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে, এই চক্রের আর কারা কারা জড়িয়ে আছে, তাদের কাছে পৌঁছতে চাইছে পুলিশ।