শিলিগুড়ি,৩১মে,ফ্ল্যাশ মিডিয়া নিউজ: শিলিগুড়ি থেকে ইসলামপুর যাওয়ার পথে চোপড়া থানার গণপতি চা ফ্যাক্টরির সামনে ৩১ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারের পেছনে চার চাকার ছোট একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের এবং এই ঘটনায় যখম চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রবিবার রাতে এই দুর্ঘটনার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান শিলিগুড়ি থেকে একটি ছোট গাড়িতে চারজন ইসলামপুরের দিকে যাওয়ার পথে একটি দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের পেছনে গাড়িটি ধাক্কা মারে। এর পর গাড়িটি দূরে ছিটকে গিয়ে পড়ে যায় এবং গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে এসে গাড়ির মধ্যে আটকে থাকা আটক চালক এবং যাত্রীদের কে উদ্ধারের কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা।
এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং ওই গাড়ির চালককে গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায় দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের বাড়ি ইসলামপুরের ক্ষুদিরামপল্লীতে।খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে উপস্থিত হন ইসলামপুর পৌরসভার পৌর প্রশাসক কানাইলাল আগরওয়াল।তিনি জানান অত্যন্ত দুঃখজনক ঘটনা তিনজন একসাথে পথ দুর্ঘটনায় মারা গেছেন।এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। পুলিশ দুটি গাড়িই ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে এসে ঘটনার তদন্ত শুরু করেছে