শিলিগুড়ি,৭জুন,অভিষেক সিনহা :শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকায় শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে সুগার সহ গ্রেফতার তিন। এই ঘটনায় একটি বোলেরো পিকআপ গাড়ি আটক করেছে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন রবিবার রাতে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর কাছে এবং স্পেশাল অপারেশন গ্রুপের কাছে খবর আসে ভক্তিনগর থানার শহীদ নগর এলাকায় একটি বোলেরো পিকআপ গাড়িতে তিনজন অভিযুক্ত রয়েছেন যাদের কাছে রয়েছে ৩৮০ গ্রাম ব্রাউন সুগার।
এর পরেই শহীদ নগর এলাকায় অভিযান চালায় ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশকর্মীরা। যেমন খবর, তেমন কাজ, হাতে নাতে ধরা পড়ে যায় তিন অভিযুক্ত তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ৩৮০ গ্রাম ব্রাউন সুগার, আটক করা হয় বোলেরো পিকআপ গাড়ি টি। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের নাম আলমগীর শেখ, আন্সার শেখ এবং রাজাবুল হক। ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং স্পেশাল অপারেশন গ্রুপের তরফে জানা গিয়েছে অভিযুক্ত তিন জনের বাড়ি মালদা লালগোলা এলাকায়। অভিযুক্তদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।