শিলিগুড়ি,১১জুন,জহিরুল হক: শিলিগুড়িতে ডাকাতির ঘটনা ঘটানোর আগেই ডাকাত দলের ৩ পান্ডাকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।তবে পলাতক আরোও বেশ কয়েকজন দুষ্কৃতী।বাকিদের খোজে চিরুনি তল্লাশি শুরু নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের। রাজ্য চলা কার্যত লকডাউনে বেড়েছে ছোট বড় চুরি ও ডাকাতির ঘটনা।
মাঝে মধ্যই পুলিশের জালে ধরা পরছে এই সমস্ত অপরাধের কাজে যুক্ত বেশ কিছু দুষ্কৃতি।তার পরেও এমন কাজ লাগাতার সংগঠিত করছে দুস্কৃতিরা।বৃহস্পতিবার গভীর রাত্রে ফের এমনই এক ডাকাত দলের ৩জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে বৃহস্পতিবার গভীর রাত্রে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্যশ্য শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মাদানি বাজার এলাকায় জড়ো হয়েছে।গোপন সুত্রের ঐ খবরের ভিত্তিতে সেই এলাকায় অভিযান চালায় পুলিশ।
পুলিশের গাড়ি দেখে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্র।ধৃতরা হল হল বিজয় পাশোয়ান, বাড়ি আইওসি এলাকার জনতা পাড়ায়।
প্রেম কুমার দেবনাথ বাড়ি শক্তিগর এর পিডাব্লুডি মোড়ে এবং উজ্জ্বল মহন্ত বাড়ি মাইকেল মধুসুদন কলোনি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের বিস্তারিত তথ্য নিয়ে তাদের খোজে জোড় তল্লাশি শুরু করেছে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।শুক্রবার ধৃত ৩ জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।