ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,২৩জুলাই, মালদা:
অসুস্থ এক বৃদ্ধা মহিলাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রেল হাসপাতলে ভর্তি করে মানবিক নজির গড়লেন মালদার ইংরেজবাজার থানার টাউন বাবু বাপন দাস। ইংরেজবাজার থানার সুভাষপল্লীর বাসিন্দা রিতা চক্রবর্তী বয়স ৬৫ বছর।বাড়িতে একাই থাকতেন তিনি। বাবা রঞ্জিত চক্রবর্তী পেশায় একজন রেলকর্মী ছিলেন। ১০ বছর আগে তিনি মারা যান। তারপর থেকেই বাবার পেনশন মেয়ে পেতো। রিতা চক্রবর্তী বিয়ে করেননি। দীর্ঘদিন ধরে রিতা চক্রবর্তী অসুস্থতা বোধ করছিলেন।
বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সুভাষপল্লী এলাকায় তিনি বাড়ি ভাড়া নিয়ে থাকেন। বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশীরা তার কোন সাড়া শব্দ না পেলে দরজা খুলে দেখেন ঘরের মেঝেতে পড়ে রয়েছে ওই মহিলা। প্রতিবেশীরাই তার ছোট বোন শিপ্রা ভট্টাচার্যকে টেলিফোনে বিষয়টি জানায়। এদিকে বোন শিপ্রা ভট্টাচার্য্য মালদা জেলা পুলিশ কে টেলিফোনে বিষয়টি জানালে সেই খবর পেয়ে ইংরেজবাজার থানার টাউনবাবু বাপন দাস শহরের সুভাষপল্লীর ওই মহিলার বাড়িতে যান।
অসুস্থ ওই মহিলাকে ঘর থেকে বের করে পুলিশের অ্যাম্বুলেন্সে করে রেল হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যান।বর্তমানে ওই মহিলা রেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আগের থেকেই অনেকটাই সুস্থ আছেন বলে পুলিশ সূত্রে খবর। ইংরেজবাজার থানার টাউন বাবুর এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানান এলাকার মানুষজন।