প্রসেনজিৎ রাহা, ২১সেপ্টেম্বর, শিলিগুড়ি: শিলিগুড়িতে বাম শিবিরে বড়সড় ধাক্কা। মঙ্গলবার শহরের দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যলয়ে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, গৌতম দেব ও প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকার, অলোক চক্রবর্তীর উপস্থিতিতে দুজন বাম কাউন্সিলর সহ বেশ কিছু রাজনৈতিক দল থেকে অনেকেই যোগদান করলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
বিজেপি থেকে দিপিকা সাহ ও কংগ্রেস থেকে অর্পিতা দাস সহ বাম শিবির থেকে প্রাক্তন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলর তাপস চ্যার্টাজি,শর্মিলা দাশ যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এছাড়াও ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেস দল থেকে বহু মানুষ এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন বলে জানান তৃণমূল নেতারা। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ির দলীয় কার্যালয়ে তৃনমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ নবাগতদের তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে স্বাগত জানান।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন শিলিগুড়ির পৌর প্রশাসক গৌতম দেবও। এদিন গৌতম দেব এবং তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ জানান আসন্ন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে এককভাবে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস।