Friday, December 1, 2023
Home উত্তরবঙ্গ শিলিগুড়িতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

শিলিগুড়িতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

শিলিগুড়ি,২৪জুন, প্রসেনজিৎ রাহা: শিলিগুড়ি পৌরনিগমের ৩৭নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নতুন করে দলীয় কার্যালয়ের উদ্বোধনে অমন্ত্রন পেলেন না ৩৭নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর রঞ্জন শীল শর্মা।শিলিগুড়ি পৌরনিগমের ৩৭নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও পুনরায় দলীয় কার্যালয় উদ্বোধন হওয়াতে ক্ষোভ প্রকাশ করলেন ৩৭ নং ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর রঞ্জন শীল শর্মা।

জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও নতুন করে ৩৭ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় গড়ার সিদ্ধান্ত গ্রহণ হয়। ডাবগ্রাম ফুলবাড়ি আসনে তৃণমূল পরাজিত হবার পর থেকেই দলের ভেতরে অন্তর্দ্বন্দ্বের বিষয়টি উঁকিঝুঁকি মারতে শুরু করেছে। ডাবগ্রাম ফুলবাড়ি আসনে পরাজিত হয়েছেন রাজ্যের সদ্য-প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব। কি কারণে পরাজয় তা খুঁজতে এলাকায় পোস্টমর্টেম শুরু করে তৃণমূল।

আসন্ন শিলিগুড়ি পুর নিগমের নির্বাচন। তার আগে সংগঠনকে চাঙ্গা করতে উঠে পড়ে নেমেছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। আসন্ন শিলিগুড়ি পৌর কর্পোরেশন নির্বাচনে ৩৭ নম্বর ওয়ার্ডে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের ৩৮ নম্বর ওয়ার্ডের সদ্য-প্রাক্তন কো-অর্ডিনেটর দুলাল দত্তের স্ত্রী আলপনা দত্ত। কিন্তু ওই ওয়ার্ডের সদ্য প্রাক্তন কো-অর্ডিনেটর রঞ্জন শীল শর্মা। বেশ কিছুদিন যাবৎ আলপনা দেবী এবং রঞ্জন শীল শর্মা মধ্যে চাপানউতোর চলছে ৩৭ নম্বর ওয়ার্ডে।

কিছুদিন আগে বড়োসড়ো অশান্তির ঘটনাও ঘটেছে আলপনা দেবী এবং রঞ্জন বাবুর অনুগামীদের মধ্যে। ৩৭ নম্বর ওয়ার্ডে ঢুকে দুলাল দত্তের স্ত্রী আলপনা দত্ত প্যারালাল সংগঠন চালাচ্ছে বলে এর আগে বেশ কয়েকবার অভিযোগ করেছেন রঞ্জনবাবু। এবার আবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

৩৭ নম্বর ওয়ার্ডে চয়নপাড়া মোড়ের কাছে ওয়ার্ড কো-অর্ডিনেটর রঞ্জন শীল শর্মার দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও । ঠিক তার ঢিল ছোড়া দূরত্বে নতুন করে আরো একটি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন করা হলো বুধবার রাতে । একটি দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও পুনরায় দলীয় কার্যালয় হওয়াতে নানান জল্পনা কল্পনা দেখা গেল ৩৭ নম্বর ওয়ার্ডের দলীয় কর্মী সমর্থকদের মধ্যে।

বুধবার রাতে এই নয়া দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেস নেতা তথা শিলিগুড়ির পৌর প্রশাসক
গৌতম দেবের হাত দিয়ে উদ্বোধন এর কথা ছিল । কিন্তু গৌতম দেব আচমকা অনুষ্ঠানে আসা থেকে বিরত থাকেন। তার অনুপস্থিতিতে দলীয় কার্যালয় উদ্বোধন করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পৌর বোর্ড এর সদস্য রঞ্জন সরকার ।

দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায়, ৩৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর দুলাল দত্ত, টাউন ব্লক ৩ মহিলা প্রেসিডেন্ট আলপনা দত্ত , তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক ৩ সভাপতি সুব্রত ভৌমিক, এবং তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তবে অদ্ভুত ভাবে এদিন এই অনুষ্ঠানে আমন্ত্রিন না পেয়ে ৩৭ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর রঞ্জন শীল শর্মা বলেন।

তিনি বিগত পাঁচ বছর ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং এখনো মানুষের সাথেই নানান কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং মানুষের সাথেই থাকবেন। রঞ্জন বাবু বলেন দল যদি মনে করে দুটো বা তিনটে কার্যালয় তৈরি করে শক্তিশালী হবে তাতে তার কোন আপত্তি নেই। তিনি দুঃখ প্রকাশ করে বলেন নতুন কার্যালয় উদ্বোধনে তাকে এবং স্থানীয় অনেক তৃণমূল কংগ্রেসের সদস্যদের আমন্ত্র করা হয়নি।

অপরদিকে এই কার্যালয়ের বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার এবং ৩৮ নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন কাউন্সিলর দুলাল দত্ত বলেন ৩৭ নম্বর ওয়ার্ডে তৃনমূলের তেমন কোনো কার্যালয় ছিল না। রঞ্জন বাবু যে কার্যালয় এর কথা বলছেন সেটা তার কাউন্সিলর অফিস। এলাকার মানুষের কথা ভেবেই ওয়ার্ডে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হলো। তবে যে যাই বলুক গোটা ঘটনায় যে আখেরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো তা পরিষ্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments