সৈয়দ নিজাম,২ সেপ্টেম্বর, ডুয়ার্স: ডুয়ার্সের মঙ্গলবাড়ি বাজার এলাকায় ৩১ নং জাতীয় সড়কে ২ লক্ষ টাকার শালকাঠ উদ্ধার করল চালসা রেঞ্জের বনকর্মিরা। চালসা রেঞ্জের বন দফতর সূত্রে জানা গিয়েছে বনদপ্তরের কাছে গোপন সূত্রে খবর আসে একটি ট্রাক শালকাঠ পাচারে উদ্দেশ্যে চালসা থেকে লাটাগুড়ির যাচ্ছে।
এরপরই বনকর্মিরা মঙ্গলবাড়ি বাজার এলাকা ওত পেতে থাকে। কাঠ পাচারে লিপ্ত ঐ গাড়িটি সামনে এলেই গাড়িটিকে ঘিরে ধরে বনকর্মিরা। এরই মাঝে সুযোগ বুঝে গাড়ি থেকে চালক এবং সহকারি চালক গাড়ি নেমে গাড়ি ফেলে পালিয়ে যায়।
চালসা রেঞ্জের রেঞ্জার পল্লব মুখার্জি বলেন, বাজোয়াপ্ত হওয়া শালকাঠের আনুমানিক বাজার মুল্য দুইলক্ষ টাকা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে গাড়ির নম্বর থেকে মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে চলছে। এ-ই কাঠ কোথা থেকে চুরি করা হয়েছিল তারও তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে চালসা বনদপ্তর।